হিসাব বিজ্ঞান কুইজ ২০২১
হিসাব বিজ্ঞান কুইজ ২০২১
আসসালামু-আলাইকুম,
আশা করি সবাই ভালো আছেন।
আগামী সপ্তাহের শনিবারে(১২-০৬-২০২১ইং) দশম শ্রেণি, এস.এস.সি-২০২১ ব্যাচ এবং একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ক নির্দিষ্ট অধ্যায়ের ভিত্তিতে কুইজ হতে যাচ্ছে।
ইরফান'স কেয়ারে সংশ্নিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত এমন ছাত্র-ছাত্রীদের কুইজে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার জন্য বলা হচ্ছে।মনে রাখা উচিত যে, মানুষের অর্থ-বিত্তের জন্য কম্পিটিশনে জড়ানো অপেক্ষা জ্ঞানের প্রতিযোগিতা করা অধিক যুক্তিযুক্ত। এ বিষয়টি আমলে রেখে আগামীতে জ্ঞানভিত্তিক ব্রেইনস্টর্ম করা যায় এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইন শা আল্লাহ!
আশা করি সকলে অংশগ্রহণ করবেন।
পূর্ণমান-৩০
প্রতিযোগিতার বিষয়বস্তু নিম্নে তালিকাভুক্ত করা হলঃ
১। আর্থিক বিবরণী (১৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে)
২। জাবেদা ও বইসমূহ (৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন
থাকবে)
৩। রেওয়ামিল ( ৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে)
৪। হিসাব বিজ্ঞানের পরিচিতি (৫ নম্বরের বহুনির্বাচনি
প্রশ্ন থাকবে)
ধন্যবাদ
মোহাম্মদ ইরফান
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
irfan171097.mi@gmail.com