পোস্টগুলি

2021 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

First experience of stage performance

ছবি
First experience of stage performance “First experience of stage performance” Abir is a violin learner. His brother, Dhrubo, is a violin master. Abir learns how to play the instrument from him. Some other learners are Mousumi, Tamanna, Ridoy and Akash. They all are good friends. The group plans to go for a stage performance. One day we went to attend school cultural function in Boishak Festival. Over there we had to take part in and we got an opportunity to perform on stage for the first time for playing violin. We could enact anything on our own decision. Our team and we decided that we took it as a challenge and looked forward to give our best. In no time our turn came and we were on stage. Forgetting all of our flaws and worries we deeply enacted our level best. The audience gave me a great round of applause. It was our first experience on stage. It was a great experience. We were good at playing violin and how much we learned from our violin master Dhrubo. This event affected us a

Speech For Chattogrambashi

Speech For Chattogrambashi   Good afternoon everyone! Thank you for inviting me here today. My name is............ and it is an honor to be here as a part of this election. Right now, we have an amazing opportunity to transform Chattogram into the gleaming and charming Chattogram city it is destined to be. If I am elected mayor, I will seize the opportunity to address the challenges of Chattogram. I will revamp the education system. Fix the transportation system and renovate historical architecture. I believe that, if we work together, we can make Chattogram great. And I believe that I have the experience to be the most effective measure of Chattogram. Right now, we have an opportunity- a chance to substantially improve services in Chattogram. Having worked with children, I feel that it is vital that we improve their education. Many of our teachers are living in Chattogram. One reason is the high cost of living in our beautiful city. I suggest that we raise their yearly salaries by 7%

Juvenile Delinquencies

  Juvenile Delinquencies Juvenile delinquency is also known as juvenile offending. Juvenile delinquency refers to illegal behavior by children or teenagers. A social crime committed by a person below 18 years of age is known as juvenile delinquency. The teenagers are participating in unlawful behavior which is punishable by law for many reasons. Juvenile crimes can range from offenses such as underage smoking, to property and violent crimes. Many children have a tendency to cross the limits set by their parents and elders.Delinquent activities include killing someone, attempting suicide, betting, stealing, begging, involving in sexual activities, causing damage to someone’s property. Lack of parental love contributes to delinquency. Children with weak physical and mental abilities also show delinquent behavior. Such children think that by engaging in delinquent actions they will succeed in dealing with their inferiorities and weaknesses. It is also found that mentally retarded children

Accounting Quize 2021

ছবি
 

হিসাববিজ্ঞান মানুষের মূল্যবােধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-প্রতিবেদন

হিসাববিজ্ঞান মানুষের মূল্যবােধ ও জবাবদিহিতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-প্রতিবেদন-(লিখনে-মোহাম্মদ ইরফান)  ভূমিকাঃ মানুষ সামাজিক জীব। মানুষ তাই সহজে সমাজবদ্ধভাবে বসবাস করতে পারে। অর্থাৎ সমাজবদ্ধভাবে বসবাস করার ফলে তাদের মধ্যে সেবার আদান প্রদান শুরু হয়। তাই সেবা যখন অর্থের মাধ্যমে আদান প্রদান হতে থাকে তখন এই হিসাব নিকাশের প্রয়ােজন হয়। এজন্য বলা হয়, হিসাববিজ্ঞানের ইতিহাস মানব সভ্যতার ইতিহাসের মতােই পুরাতন। মানুষের জীবন যত বৈচিত্রময় হয়ে উঠেছে, তেমনি হিসাববিজ্ঞানের প্রয়ােজনও অপরিহার্য হয়ে উঠেছে। মানুষের জীবনে বিভিন্ন ধরনের আর্থিক ঘটনা ঘটতে পারে, সেগুলােকে নির্দিষ্ট পদ্ধতিতে সংরক্ষণ না করা হলে, সঠিক ফলাফল বুঝতে পারা যায়। এখানে প্রতিদিন বিভিন্ন ধরনের ঘটনা ঘটে। এর মধ্যে কিছু আর্থিক ঘটনা এবং কিছু অনার্থিক ঘটনা। যে সকল আর্থিক ঘটনাগুলাের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে সেগুলাের উপর গুরুত্ব আরােপ করা হয় বেশী। হিসাববিজ্ঞানের ধারণাঃ   হিসাববিজ্ঞান এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে কোনাে ব্যক্তি বা প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলি যেমন- খরচ পরিশােধ, আয় আদায়, স

বর্তমান করোনা পরিস্থিতিতে ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা যায় তাঁর একটি প্রতিবেদন।

বর্তমান করোনা পরিস্থিতিতে ই-লার্নিং এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা যায় তাঁর একটি প্রতিবেদন। কোভিড-উনিশে ই-লার্নিং মোহাম্মদ ইরফান  ভূমিকাঃ বর্তমান আধুনিক বিশ্বায়নের যুগে তথ্যপ্রযুক্তি ভূমিকা অনস্বীকার্য। বর্তমান বিশ্বের দিকে তাকালেই বুঝতে পারা যায় যে আধুনিক তথ্য ও যােগাযােগ প্রযুক্তি কতটা গভীরভাবে জড়িয়ে আছে। আমরা আজকেরে যে সভ্যতা সামনে দাঁড়িয়ে আছি তার অনেকটাই সার্থক হয়েছে তথ্য ও যােগাযােগ প্রযুক্তির উন্নয়নের ফলে। বর্তমান সময়ে তথ্য ও প্রযুক্তির ব্যবহার এতটাই বৃদ্ধি পেয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানেও এর ছোঁয়া লেগেছে। যােগাযােগের আধুনিকায়ন এবং ইন্টারনেটের বদৌলতে শুরু হয়েছে ই-লার্নিং। ই-লার্নিং হল ইলেকট্রনিক লার্নিং অর্থাৎ ইন্টারনেট ব্যবহার করে কিংবা ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিভিশন সিডিরম, রেডিও, ভিডিও ইত্যাদির মাধ্যমে শিক্ষা প্রদান করাই হল ই-লার্নিং। ই-লার্নিং হলাে একটি আধুনিক পদ্ধতিতে পাঠদানের প্রক্রিয়া। করােনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতাঃ   করােনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা রয়েছে। কারন উন্নত দেশগুলাে

হিসাব বিজ্ঞান কুইজ ২০২১

হিসাব বিজ্ঞান কুইজ ২০২১ আসসালামু-আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আগামী সপ্তাহের শনিবারে(১২-০৬-২০২১ইং) দশম শ্রেণি, এস.এস.সি-২০২১ ব্যাচ এবং একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ক নির্দিষ্ট অধ্যায়ের ভিত্তিতে কুইজ হতে যাচ্ছে। ইরফান'স কেয়ারে সংশ্নিষ্ট শ্রেণিতে অধ্যয়নরত এমন ছাত্র-ছাত্রীদের কুইজে অংশগ্রহণ করে আকর্ষণীয় পুরস্কার জিতে নেওয়ার জন্য বলা হচ্ছে। মনে রাখা উচিত যে, মানুষের অর্থ-বিত্তের জন্য কম্পিটিশনে জড়ানো অপেক্ষা জ্ঞানের প্রতিযোগিতা করা অধিক যুক্তিযুক্ত। এ বিষয়টি আমলে রেখে আগামীতে জ্ঞানভিত্তিক ব্রেইনস্টর্ম করা যায় এমন প্রতিযোগিতার আয়োজন করা হবে। ইন শা আল্লাহ! আশা করি সকলে অংশগ্রহণ করবেন।   বিষয়ঃ হিসাব বিজ্ঞান (সাধারণ) পূর্ণমান-৩০ প্রতিযোগিতার বিষয়বস্তু নিম্নে তালিকাভুক্ত করা হলঃ ১। আর্থিক বিবরণী (১৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ২। জাবেদা ও বইসমূহ (৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ৩। রেওয়ামিল ( ৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ৪। হিসাব বিজ্ঞানের পরিচিতি (৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন থাকবে) ধন্যবাদ মোহাম্মদ ইরফান

নবম-৯ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান

 নবম-৯ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান উপরের গ্লাসের পানিতে কয়েকটি দূষক পদার্থ (যেমনঃ অদ্রবণীয় ময়লা - আবর্জনা, বালি, লবণ ইত্যাদি) মেশাও। এখন এই দূষিত পানিকে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে বিশুদ্ধ কর। ক) পানি বিশুদ্ধকরণ সম্পূর্ণ প্রক্রিয়াটি লিখে উপস্থাপন কর। খ)গ্লাসে তৈরিকৃত দূষিত পানি বিশুদ্ধ না করে পান করলে ক) গ্লাসের পানি বিশুদ্ধকরণের কয়েকটি প্রক্রিয়াঃ স্ফুটন :এই প্রক্রিয়াটির সঙ্গে আমরা সবাই পরিচিত। খুব ভালােভাবে পানি ফুটালে পানিতে উপস্থিত জীবাণুগুলাে মরে যায়। ১৫-২০ মিনিট পানি ফোটাতে হয়। তারপর ঠাণ্ডা করে সেঁকে পান করতে হয়। এটি পানি বিশুদ্ধকরণের সবচেয়ে সহজ প্রক্রিয়া। পাতন:প্রথমে একটি পাত্রে পানি নিয়ে সেটাকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হয়। তারপর সেই বাষ্প ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয়। এই প্রক্রিয়াটি ওষুধ তৈরির জন্য এবং পরীক্ষাগারে পরীক্ষা - নিরীক্ষার কাজে ব্যবহার করা হয়। কারণ এই প্রক্রিয়ায় বিশুদ্ধ করা পানিতে অন্য কোনাে পদার্থ থাকার সুযােগ নেই। তবে প্রক্রিয়াটি ব্যয়বহুল। ক্লোবিনেশন : পানিতে ব্লিচিং পাউডার যােগ করলে উৎপন্ন ক্লোরিন বিভিন্ন জীবাণুকে সারিত করে মেরে

দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ

  বাংলাদেশের জুলাই মাসের সকাল ১০টার সময়ে জাপান, কানাডা এবং যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় নির্ণয় কর। বাংলাদেশের সাথে উল্লিখিত দেশসমূহের স্থানীয় সময় ও ঋতুগত পার্থক্যের কারণ ব্যাখ্যা কর। পৃথিবীর সময় ও স্থান নির্ণয়ের জন্য দ্রাঘিমা রেখার প্রয়োজন হয়। পুরো পৃথিবী 360 ডিগ্রী এর অন্তর্ভুক্ত। এই 360˚ কে কেন্দ্র করে গ্রিনিচ মান মন্দির কে ০ ডিগ্রি ধরে ১৯৮০ সালে সমগ্র পৃথিবীর জন্য একটি আন্তর্জাতিক সময় নির্ধারণ করা হয়েছে। এই 360˚ থেকে কোনো দেশের দ্রাঘিমা জেনে সেদেশের সময় নির্ধারণ করা যায়। তেমনিভাবে কোন দেশের জিএমটি সময় জেনে দ্রাঘিমার সাহায্যে সে দেশ কোথায় অবস্থিত তা জানা যায়। তাই বলা যায় সময়ের পার্থক্য এর ক্ষেত্রে বা সময় নির্ণয়ের ক্ষেত্রে দ্রাঘিমা রেখার গুরুত্ব অপরিসীম। যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডার স্থানীয় সময় নির্ধারণ : কোন দেশের সময়ের পার্থক্যের জন্য দ্রাঘিমারেখা অথবা আন্তর্জাতিক প্রমাণ সময়ের প্রয়োজন হয়। আর পৃথিবীতে একটি স্বীকৃত প্রমাণ সময় হল জিএমটি (GMT- Greenwich Mean Time Zone) অর্থাৎ গ্রিনিচ মান মন্দির কে ০ ডিগ্রী ধরে যে সময় নির্ধারণ করা হয়। নিচে উল্লেখিত দেশগুলির দ

ENGLISH GRAMMAR MODEL TEST (SSC-2021-2022)

ENGLISH GRAMMAR MODEL TEST SSC-2021-2022   Part A : Grammar (60 Marks) 0.5×10=5 1.  Fill in the blanks with the words from the box. You may need to change the forms of some of the words. You may need to use one word more than once. deed to inspire educate letter     important different even in A man of (a)  is respected always (b)  after his death for his (c) . He is an (d)  man always (e)  us as his (f)  knowledge always (g)  us how to (h)  between the right and wrong. (i)  fact, it is the (j)  society that can help us in an authentic way. 2. Fill in the blanks with suitable words. 0.5×10=5 Man is the (a)  of his own fortune. If he makes (b)  proper (c)  of his time and does his duties accordingly, he is sure (d)  improve and progress (e)  life, but if he does otherwise, he has (f)  suffer when it is too late. To waste time is as bad as to commit suicide (g) , our life is nothing but the sum total (h)  hours, days and years. If we waste (i)  morning hours of life, we s