মহামায়া Day Trip ২০২৩
১৩ই ডিসেম্বর, ২০২৩ইং(মহামায়া লেক ভ্রমণ) "মহামায়া Day Trip ২০২৩!!!" আসসালামু-আলাইকুম!!! আগামী ১৩ই ডিসেম্বর ২০২৩ইং, রোজ বুধবার, এই বছরকে আরও বেশি প্রাণবন্ত করতে ইরফান স্যারের উদ্যোগে মহামায়া ডে ট্রিপের আয়োজন করা হয়েছে। আয়োজনে যা যা থাকছেঃ ১। কায়াকিং বা লেক ভ্রমণ। ২। ক্যাম্প প্রদর্শন। ৩। প্রাকৃতিক ঝর্ণা ও পাহাড় প্রদর্শন । ৪। লাঞ্চ ৫। সকাল-সন্ধ্যা স্ন্যাকস সময় ও স্থানঃ জুবলী রোডস্থ ফোম মার্কেট থেকে সকাল আট ঘটিকা যাত্রা শুরু হয়ে বিকেল পাচ ঘটিকায় গন্তব্যে ফিরে আসার পরিকল্পনা করা হয়েছে। পরিদর্শন ফিঃ মাত্র ৮০০ টাকা !!! পেমেন্ট মেথডঃ ১। সরাসরি অথবা বিকাশ (Send Money: 01705-485716) আশা করছি, উক্ত আয়োজন সফল এবং প্রানবন্ত ও স্মৃতির পাতায় নিত্য কিছু যুক্ত হবে ইন-শা-আল্লাহ! শুভেচ্ছান্তে, মোহাম্মদ ইরফান