পোস্টগুলি

2022 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Kaptai Tour-2022

ছবি
  আসসালামু-আলাইকুম! আগামী ২৬শে ডিসেম্বর ২০২২ইং, রোজ সোমবার এই বছরকে আরও বেশি প্রাণবন্ত করতে ইরফান স্যারের উদ্যোগে, কাপ্তাই ভ্রমণের আয়োজন করা হয়েছে। আয়োজনে যা যা থাকছেঃ লেক প্যারাডাইস ভ্রমণ নেভি ক্যাম্প কাপ্তাই হ্রদের বাধ লেক ভ্রমণ রেস্তোরাঁয় লাঞ্চ সকাল বিকেল স্ন্যাকস সময় ও স্থানঃ জুবলী রোডস্থ ফোম মার্কেট থেকে সকাল আট ঘটিকা যাত্রা শুরু হয়ে বিকেল পাচ ঘটিকায় গন্তব্যে ফিরে আসার পরিকল্পনা করা হয়েছে। আয়োজন ফিঃ ৮০০ টাকা (অধিক ডোনেট করতে চান পারবেন) [01705485716 Bkash এপ্সের মাধ্যমে সেন্ড মানি করে ২২-১২-২০২২ইং তারিখের মধ্যে আমাকে জানাবেন]  আশা করছি, উক্ত আয়োজন সফল এবং প্রানবন্ত ও স্মৃতির পাতায় নিত্য কিছু যুক্ত হবে ইন-শা-আল্লাহ! শুভেচ্ছায়, মোহাম্মদ ইরফান